আইসিএমএবি রাজশাহী শাখা ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর রাজশাহী শাখার সিএমএ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি ২০২১) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) এ ভবনটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট জনাব এ কে এম দেলোয়ার হোসেন ।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন আইসিএমএবি প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন আকন্দ, ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশিদ, সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, ট্রেজারার মোঃ আলী হায়দার চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আকতার উদ্দিন।
এই ভবনের মাধ্যমে রাজশাহীতে সিএমএ অধ্যায়নের সুবিধা উন্নততর হবে এবং এই পেশার প্রসার ঘটবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
(এসএএম/২৩ জানুয়ারি ২০২১)