Responsive image
সর্বশেষ সংবাদ:

ইউসিবি ইনভেস্টমেন্টের প্রথম সিইও তানজিম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইউনাইটেড কমার্শিয়াল ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন তানজিম আলমগীর। এরআগে তিনি সিটি ব্যাংক ক্যাপিটালের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে তালিকাভূক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।

সদ্য আত্নপ্রকাশ করা এই মার্চেন্ট ব্যাংকটির প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি নিয়োগ পান তিনি।

উল্লেখ্য, ফিন্যান্স, অপারেশনস ও স্ট্রাটেজিতে দক্ষতার পরিচয় দিয়ে ১৩ বছরের অধিক সময় ধরে তানজিম আলমগীর ব্যাংক, নন-ব্যাংক ফিনান্সিয়াল ইন্সটিটিউশন এবং কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের বৃহত্তর, স্থানীয় এবং বহুজাতিক খাতের জন্য তহবিল সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছেন।

এর আগে তিনি গ্রামীণফোন ও আইআইডিএফসিতে স্ট্র্যাটেজি ও অপারেশনস টিমের সঙ্গে কাজ করেছেন। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডসহ একাধিক নামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

(এসএএম/০৩ ডিসেম্বর ২০২০)

 

 

 

Short URL: https://biniyougbarta.com/?p=130724

সর্বশেষ খবর