Responsive image
সর্বশেষ সংবাদ:

ইথিউপিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইথিউপিয়ার সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ণ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২০) রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত নয়াদিল্লী ভিত্তিক ইথিউপিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মিস টিজিটা মুলুগেটা ইমাম তার পরিচয়পত্র পেশ কালে এ বিষয়ৈ গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নয়াদিল্লীর ইথিউপিয়া দূতাবাসের কাউন্সিলর (১) হাবটেসালাসি আসিফা ইয়েদিগো উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং ইথিউপিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মিস টিজিটা মুলুগেটা ইমাম দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিস্তারিত আলোচনা করেন।

ইথিওপিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে রাষ্ট্রদূত জানান, ইথিওপিয়ার সরকার দেশটির টিগরে অঞ্চলে আইনের শাসন জারী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

রাষ্ট্রপতি এসময় ইথিওপিয়ার রাষ্ট্রদূতের মাধ্যমে সেদেশের রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

(এসএএম/২৩ নভেম্বর ২০২০)

Short URL: https://biniyougbarta.com/?p=129515

সর্বশেষ খবর