Responsive image
সর্বশেষ সংবাদ:

চকরিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কক্সবাজারের চকরিয়ায় গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শুক্রবার (২২ জানুয়ারি ২০২১) ইসলামী ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশটি কক্সবাজারের চকরিয়ার সিস্টেম কমপ্লেক্স কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলাকে অনুষ্ঠানে চকরিয়াবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। ব্যাংকের পক্ষ থেকে ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলাও সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সাবেক সাংসদ এইচ এম সালাহউদ্দিন মাহমুদসহ কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান মেয়র ও চেয়ারম্যান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্ট মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শাব্বির, জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন। ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে ৩ টি শাখার ব্যবস্থাপক ও গ্রাহকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।

(কেএইচকে/এসএএম/২৩ জানুয়ারি ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=135564

সর্বশেষ খবর