Responsive image

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নেপ মহাপরিচালক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি, বিনিয়োগবার্তা: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক মো. ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা আরও চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- চট্টগ্রাম পিটিআইয়ের (প্রাইমারি টিচার ট্রেইনিং ইনস্টিটিউট) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইয়ের পিয়ন সাইফুল এবং গাড়িচালক আলী হোসেন।

জানা গেছে, তারা একটি মাইক্রোবাসে খাগড়াছড়ি পিটিআই সেন্টারের এক মতবিনিময় সভায় যোগ দিতে সড়ক পথে খাগড়াছড়ি যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফটিকছড়ি পৌর সদরের আনন্দপুর কমিউনিটি সেন্টারের কাছে লোহাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জহির এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে দুর্ঘটনার পর স্থানীয়রা ফজলুল রহমানকে হাসপাতালে নিয়ে আসেন। তবে এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

(এমআইআর/ ১৩ মে ২০১৭)

Short URL: https://biniyougbarta.com/?p=12092

সর্বশেষ খবর