Responsive image

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৪ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৪২ বারে ১ লাখ ২৪ হাজার ৯১১টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৯৪০ বারে ৪৯ লাখ ১ হাজার ২৯১টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে মাইডাম ফাইন্যান্সিং লিমিটেডের ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৫৩ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিএসপি ফাইন্যান্স, দুলামিয়া কটন, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ফাইন্যান্স, প্রগতী ইন্স্যুরেন্স এবং প্রিমিয়ার লিজিং।

(এসএএম/ ১১ মে ২০১৭)

Short URL: https://biniyougbarta.com/?p=12007

সর্বশেষ খবর