Responsive image

নতুন নামে ইউসিবি ক্যাপিটাল

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নতুন নামে আত্নপ্রকাশ করেছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। একইসঙ্গে কোম্পানিটির আইডিও পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার (ডিএসই ট্রেক#১৮১) ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নতুন নাম ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড’। একইসঙ্গে কোম্পানিটির তিন ডিজিটের আইডিও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ইউসিবির আইডি হবে ’ইউবিআর’।

আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে ইউসিবির নতুন নাম ও আইডি কার্যকর হবে।

(এসএএম/১৮ ফেব্রুয়ারি ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=137852

সর্বশেষ খবর