পলাশে অবৈধ দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবৈধ দখলদারদের হাতে থাকে সরকারি খাস জমি পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনার আলোকে গত ০১ ডিসেম্বর ২০২০ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এতে ০৭ ডিসেম্বর ২০২০ সময় পর্যন্ত অর্থাৎ এক সপ্তাহে পলাশ উপজেলায় মোট ৮ একর ৯৭ শতাংশ (৮.৯৭ একর) সরকারি ০১ নং খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি ৫০ লক্ষ টাকা।
সহকারী কমিশনার (ভূমি), পলাশ এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে বেদখলীয় এসব খাস জমি দখলমুক্ত করে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ সকল খাস জমি সরকারের গুরুত্বপূর্ণ মহতী কাজে ব্যবহার করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
সরকারি জমি পুনরুদ্ধার কার্যক্রমে সার্বিক সহায়তা করেন স্হানীয় জনপ্রতিনিধিগণ ও পুলিশের সদস্যবৃন্দ।
এক ফেসবুক বার্তায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, জনস্বার্থে সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসন, নরসিংদী কর্তৃক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরকারি জমি পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
(এসএএম/০৯ ডিসেম্বর ২০২০)