Responsive image

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের ৩ ধাপ উন্নতি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নেপালের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জয় এবং অপরটি ড্র করে বাংলাদেশের উপকারই হয়েছে সম্ভবত। জেমি ডের দল এর কারণে ফিফা র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে। করোনা ভাইরাসের লম্বা বিরতির পর ফুটবলে ফেরাটা তাই বাংলাদেশের জন্য সুখকরই প্রমাণিত হয়েছে। শুক্রবার, ২৭ নভেম্বর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নতুন র‍্যাংকিং।

নতুন র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে আছে বাংলাদেশ। শীর্ষস্থানে আগের মতোই আছে বেলজিয়াম। প্রথম ছয় স্থানে আগের তুলনায় কোনো পরিবর্তন আসেনি। বেলজিয়ামের পর যথাক্রমে আছে- ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন। এক ধাপ এগিয়ে সাতে অবস্থান করেছে আর্জেন্টিনা। এক ধাপ নেমে আট নম্বরে আছে উরুগুয়ে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরে বাংলাদেশ জাতীয় দল। প্রথম ম্যাচে ২-০ গোলে জয়ের পর দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করে জেমি ডের দল। এর প্রভাব গিয়ে পড়েছে ফিফা র‍্যাংকিংয়ে।

(ডিএফই/২৮ নভেম্বর ২০২০)

Short URL: https://biniyougbarta.com/?p=129936

সর্বশেষ খবর