Responsive image

বঙ্গবন্ধুর সমাধিতে বিএসইসির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রতিনিধিদল।

রোববার (২০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ সংস্থাটির চার কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, মো. আব্দুল হালিম এবং খন্দকার কামালুজ্জামানসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা

এসময় মুজিববর্ষ উপলক্ষে গঠিত কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য এবং কমিশনের নির্বাহী পরিচালকরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের সামনে ও হেলিপ্যাড সংলগ্ন স্থানে ৩৫০টি বৃক্ষরোপণ কর্মসূচির নামফলক উদ্বোধন করেন তারা।

শ্রদ্ধা জানাতে কমিশনের নির্বাহী পরিচালকদের পাশাপাশি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এনামুল হক (কালু) উপস্থিত ছিলেন।

(এসএএম/২০ ডিসেম্বর ২০২০)

 

Short URL: https://biniyougbarta.com/?p=132540

সর্বশেষ খবর