বিদায়ী বছরে পুঁজিবাজারে বিদেশিদের লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সদ্যবিদায়ী বছরে অর্থাৎ ২০২০ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি টাকা। যা আগের বছরের অর্থাৎ ২০১৯ সালের চেয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা বেশি।
একইসঙ্গে গত তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ব্যাংক ক্লোজিংয়ের সাথে সঙ্গতি রেখে ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে। তাই বুধবারই (৩০ ডিসেম্বর ২০২০) ছিল পুঁজিবাজারের শেষ কার্যদিবস।
ডিএসইর তথ্য মতে, বিদায়ী ২০২০ সালে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৭ দশমিক ৬৯ শতাংশ।
এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের হয়েছিল ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৬ দশমিক ৮৯ শতাংশ ছিল।
উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালে ২০৮ দিন লেনদেন হয়। এ সময় ডিএসইতে মোট লেনদেনের হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা।
(এসএএম/৩০ ডিসেম্বর ২০২০)