Responsive image

মূল্যসূচকের সঙ্গে কমেছে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে দিনশেষে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৬ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৯৯৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি ৫৩ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৭৫টির। আর অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে মঙ্গলবার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬8 পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫ পয়েন্টে।

দিনভর সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির শেয়ার দর।

(ডিএফই/১৬ ফেব্রুয়ারি, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=137643

সর্বশেষ খবর