শার্শার আমড়াখালী থেকে ১৩টি স্বর্ণের বারসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: যশোরের শার্শায় ভারতে পাচারের সময় ১৩ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩৯) নামে একজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে শার্শার আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে একটি বাস তল্লাশি করে এ স্বর্ণগুলোসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করে বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় এক চোরাকারবারী বেশকিছু স্বর্ণের বার নিয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের জন্য গাড়ি করে সীমান্ত এলাকার দিকে যাবে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্ট এলাকায় একটি লোকাল বাস তল্লাশি করে আশিকুর রহমান নামে একজনকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে এনে শরীরের সাথে বিশেষ ব্যবস্থায় বেঁধে রাখা অবস্থায় ১৩ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৭০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ টাকা। আটক আশিকুর রহমান যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেওলী গ্রামের সৈয়দ আলীর ছেলে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
(এমআই/এসএএম/১৯ নভেম্বর ২০২০)