Responsive image

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইউনিলিভার কনজিউমার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সদ্য সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭ দশমিক ৬২ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানিটি ১৭ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আলোচ্য সপ্তাহে এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৯৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।যা গড়ে প্রতিদিন ৩৭ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার টাকা।

গেইনারের তৃতীয় স্থানে থাকা দ্য পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার দর বেড়েছে দর বেড়েছে ২২ দশমিক ০৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২১ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাপ্তাহিক গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রগতি ইন্স্যুরেন্স, রংপুর ডাইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, হামিদ ফেব্রিক্স, ন্যাশনাল ফিড, নাভানা সিএনজি এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

(কেএইচকে /০৫ ডিসেম্বর ২০২০)

Short URL: https://biniyougbarta.com/?p=130746

সর্বশেষ খবর