Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Apr 2025 01:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মহিউদ্দিন আহমেদ: বিশ্বের সাথে তাল মিলিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে সরকার। কিন্তু আমাদের দেশে প্রযুক্তি জ্ঞাননির্ভর শ্রমিকের বড়ই অভাব রয়েছে। ফলে আগামী ২০২৪ সালের মধ্যে যদি আমাদের শ্রমিকদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন না করা যায় তাহলে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে প্রায় ১ কোটি শ্রমিক কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, বর্তমানে গার্মেন্টস শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ কোটি অদক্ষ শ্রমিক। তাছাড়া টেক্সটাইল, ডাইং, লেদার, সিরামিক্সসহ ক্ষুদ্র ও মাঝারি অন্যান্য শিল্প মিলিয়ে প্রায় ২ কোটি ৩০ লক্ষ অদক্ষ শ্রমিক কাজ করছে। এছাড়া বিদেশেও প্রায় ২৫ লক্ষ অদক্ষ শ্রমিক কাজ করে। আগামীতে আইওটি (ইন্টারনেট অব থিংকস), রোবটিক্সসহ অটোমেশনের ফলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এখনি এই অদক্ষ শ্রমিকদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলা জরুরি।

সরকারের সাম্প্রতিক যত প্রস্তাব ও উপস্থাপনা এবং কর্মশালা সেখানে এখন পর্যন্ত শুধুমাত্র উচ্চ শিক্ষিত প্রযুক্তি জ্ঞাননির্ভর ব্যক্তিদের নিয়েই করা হচ্ছে। কিন্তু আমাদের যেই বিশাল শ্রমিক ভান্ডার তাদের নিয়ে এখন পর্যন্ত কোন কর্মশালা করতে আমরা দেখি নাই। তাই সরকারের প্রতি আমাদের অনুরোধ, দ্রুত এসব অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করুন। তানাহলে আমাদের বিশাল এই কর্মঠ শ্রমগোষ্ঠী অচিরেই কর্মহীন হয়ে উঠতে পারে।

লেখক: মহিউদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

(বিনিয়োগবার্তা/২৫ জানুয়ারি ২০২০)