বিনিয়োগবার্তা ডেস্ক: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দুরন্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। আর দলের হয়ে হ্যাটট্রিক করেছেন রোনালদো।
বেশ কিছু দিন ধরেই দারুণ ফর্মে রয়েছেন রোনালদো। কয়েক দিন আগেই চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন ১০০ গোলের মাইলফলক। এবার নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করে নিজেকে আরো একবার চেনালেন পর্তুগিজ এই তারকা।
চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়েই শিরোপা জিতেছিল রিয়াল। এবারও সেমিফাইনালে মুখোমুখি হয়ে যাওয়ার পর প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলো দিয়েগো সিমেওনের শিষ্যরা। কিন্তু দুর্ধর্ষ রোনালদোর সামনে একেবারে ম্লান হয়ে যেতে হলো তাদের।
সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলের এই জয় দিয়ে ফাইনালটাও অনেকখানি নিশ্চিত করে ফেলেছে রিয়াল। অন্যদিকে ফাইনালের টিকিট পেতে হলে দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে অবিশ্বাস্য কিছু একটা করে দেখাতে হবে অ্যাটলেটিকোকে।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল প্রথম গোলের দেখাটি পায় ১০ মিনিটের মাথায়। ডান দিক থেকে সার্জিও রামোসের ক্রস সাভিচ হেডে ফেরালেও পেয়ে যান কাসেমিরো। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ফিরতি ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধও শেষ করেছিল এই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে।
বিরতির পর কিছুটা ধীর গতিতে চলতে থাকা ম্যাচের ৭৩তম মিনিটে চমৎকার এক গোলে উত্তেজনা ফেরান রোনালদো। বাঁ-দিক থেকে মার্সেলোর পাস বেনজেমা দারুণ দৃঢ়তায় নিয়ন্ত্রণে নিয়ে সঙ্গে লেগে থাকা দিয়েগো গদিনকে এড়িয়ে রোনালদোকে বাড়ান। তাকে বাধা দিতে চেষ্টা করেছিলেন ফিলিপে লুইস, কিন্তু পারেননি। ডি-বক্সের ঠিক মাথা থেকে উঁচু জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন চারবারের বর্ষসেরা ফুটবলার।
আর ৮৬তম হ্যাটট্রিক পূরণের পাশাপাশি জয় নিশ্চিত করে ফেলেন রোনালদো। লুকাস ভাসকেসের বাড়ানো বল ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে অনায়াসে জালে জড়ান এই পর্তুগিজ ফরোয়ার্ড।
আগামী ১০ মে দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে মুখোমুখি হবে এ দুই দল।
(এমআইআর/ ০৩ মে ২০১৭)