বিনিয়োগবার্তা: আর্থিক খাত হলো অর্থনীতির এমন একটি অংশ যেখানে সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক ও খুচরা গ্রাহকদের আর্থিক পরিসেবা সরবরাহ করে থাকে।
আর্থিক খাত ব্যাংক, বিনিয়োগ সংস্থা, বিনিয়োগ সংস্থা এবং রিয়েল এস্টেট সংস্থাসহ বিস্তৃত শিল্পের সমন্বয়ে গঠিত।
এই খাতের একটি বড় অংশ বন্ধক এবং ঋণ থেকে আয় করে, যা সুদের হার হ্রাসের সাথে সাথে মূল্য অর্জন করে। অর্থনীতির সার্বিক চিত্র তার আর্থিক খাতের শক্তির উপর নির্ভর করে। একটি দুর্বল আর্থিক ক্ষেত্রে সাধারণত অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। তাই আর্থিক খাত যত শক্তিশালী অর্থনীতি তত মজবুত।
আর্থিক খাতসমূহ হলঃ
(শামীম/০৭ এপ্রিল ২০২০)