Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, খুলনা: চিত্রনায়িকা পপি তার নিজের এলাকায় অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। অসহায় মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে কাজটি করেছেন তিনি। যদিও একে ত্রাণ নয়, পপি বলছেন নববর্ষের উপহার।

গত এক মাস ধরে খুলনায় আছেন পপি। বাবা-মা ও ভাইবোনদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন। এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাইরের জেলা থেকে ঢাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই সময়ে তিনি অসহায় মানুষের মাঝে সাহায্য বিতরণ করেন।

আশপাশের অসহায় মানুষের দুঃখ-কষ্ট আঁচ করতে পেরে নিজের সামর্থ্য মতো যতটা সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছেন পপি।

বাংলা নতুন বছরের প্রথম দিন সকালে খুলনার শিববাড়ি মোড় ইব্রাহিম মিয়া রোড, হাছানবাদ, খালিশপুর, বিএল কলেজ এলাকা, বৈকালীতে নিজে উপস্থিত থেকে সবার হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

দেশের এই ভয়াবহ সংকটে এভাবে কিছু মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন পপি।

পপি জানান, ১ হাজার এক শ অসচ্ছল মানুষকে চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন। আগেও ৫শ পরিবারকে খাবারের সঙ্গে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিলেন পপি।

(মামুন/শামীম/১৬ এপ্রিল ২০২০)