Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই শুরু হয়েছে মুসলমানদের রমজান। সবাইকে নিয়ে ইফতারের একটি ঐতিহ্য থাকলেও লকডাউনের সময় সেটি সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতিতে আবার নতুনভাবে উদ্যোগী হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী।

রাজপুর আর সোনারপুর এলাকার যে সব মানুষের সঙ্গে গত বছরও একসঙ্গে বসে ইফতার করেছিলেন তাদের কাছে পৌঁছে গেলেন মিমি। এই প্রথম কোনও সাংসদ লাইভ স্ট্রিমিং-এ তার কাছের মানুষদের সঙ্গে কথা বললেন।

এ বিষয়ে মিমি বলেন, ‘প্রতি রমজানে মানুষের কাছে পৌঁছে যাই। কথা বলি। একসঙ্গে খাই। রমজান আসতেই মনে হচ্ছিল, কী করি? আমার দক্ষ অফিসের টিম প্রস্তুত হয়ে গেল। ইফতারের সামগ্রী পাঠালাম আর তাদের ফোনে বা ল্যাপটপে সরাসরি অসুবিধার কথা জানতে পারলাম’।

একটি বিশেষ কোডের মাধ্যমে পশ্চিমবঙ্গের সোনারপুর, রাজপুর অঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

তাদের প্রিয় সংসদের সঙ্গে কথা বলতে পেরে ও ইফতারের সামগ্রী পেয়ে মানুষও খুশি।

(এএইচএন/ ৩ মে, ২০২০)