নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ডেবট সিকিউরিটিজ রুলস, ২০২০ এর খসড়া জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৯ এপ্রিল) কমিশনের ৭২৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেবট সিকিউরিটিজ) রুলসের খসড়া সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে জনমত যাচাইয়ের জন্য পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
(শামীম/২৯ এপ্রিল ২০২০)