নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিদের নিয়ে ইন্টারনেটভিত্তিক লেনদেন সংক্রান্ত কর্মশালার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।
ডিএসই ট্রেনিং একাডেমিতে দু’দিনব্যাপি এই কর্মশালাটি শুরু হয় রোববার (১৪ জুন), যা শেষ হবে সোমবার (১৫ জুন)।
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো: রেজাউল করিম এই কর্মশালাটি পরিচালনা করেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রশিক্ষণে কোনো ক্লায়েন্ট গুগল স্টোর বা আইফোন স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ফেসবুক অ্যাপ, দারাজ অ্যাপ, উবার অ্যাপ, পাঠাও অ্যাপের মতো ডাউনলোড করতে পারে আইডি এবং পাসওয়ার্ড ব্যবহারের পরে, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটি ফেসবুকের মতো শুরু করতে পারে তা সম্পর্কে ধারণা দেওয়া হয়। একইসঙ্গে শেয়ার কিনতে বা বিক্রয় করতে সক্ষম হতে পারে বা বাজারের তথ্য, শেয়ারের দাম বা বাজারের সূচি টিডব্লিউএস ছোট সংস্করণের মতো দেখতে পারে তাও উল্লেখ করা হয়।
এতে জানানো হয়, ইন্টারনেটভিত্তিক লেনদেনের মাধ্যমে একজন ক্লায়েন্ট কেবল তার কোডের জন্য সিকিউরিটি কিনতে বা বিক্রয় করতে পারে। অন্য কোডের জন্য বা বন্ধুর জন্য নয়। ক্লায়েন্ট এছাড়াও ডেস্কটপ বা ল্যাপটপে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। ব্রোকারের এই অ্যাপ্লিকেশন সুবিধা বা সংস্করণ পছন্দ সরবরাহ করার অধিকার রয়েছে কারণ তিনি তার ক্লায়েন্টদের প্যাটার্ন এবং সততা জানেন। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট ট্রেড আওয়ারের একেবারে শুরুতে সর্বাধিক মূল্যে কেবলমাত্র একটি শেয়ার কেনে বা বিক্রয় করে যা বাজারকে ভুল বার্তা দিতে পারে। এআরের মাধ্যমে, ক্লায়েন্টের পক্ষে এটি সহজ নয়। ক্লায়েন্ট বিশ্বের যে কোনও জায়গা থেকে অ্যাপটি ব্যবহার করতে পারে।
(শামীম/১৫ জুন ২০২০)