Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়ার যুবলীগ নেতা সন্ত্রাসী রাহাত সরকার (২৫) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দিবাগত রাত এক টার দিকে মাধবদী থানার আব্দুল্লাহ বাজার সংলগ্ন ঈদগাহের নিকট থেকে নিহতের লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। পুলিশের ধারনা রাহাত সরকারকে সন্ত্রাসীরা নরসিংদী থেকে ধরে নিয়ে মাধবদী থানার উল্লেখিত স্থানে গুলি করে হত্যা করেছে।

পুলিশ জানায়, রাত ১২ টার দিকে আব্দুল্লাহ বাজারের কয়েক জন ব্যবসায়ী গুলির শব্দ শুনে মাধবদী থানায় খবর দেয়। খবর পেয়ে মাধবদী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল্লাহ বাজার এলাকায় গেলে স্থানীয় লোকজদের দেয়া তথ্য মতে ঈদগাহ সংলগ্ন স্থানে রাহাতের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় এবং সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত রাহাত সরকারের বিরুদ্ধেও নরসিংদী সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পিতার নাম জসিম উদ্দিন সরকার বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাত ১০ টার দিকে বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে যুবলীগের সম্মেলনের স্টেজ সজ্জিতকরণ কাজের উদ্দেশ্যে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে যায়। তারপর আর বাড়ী ফিরেনি। সকাল ৯ টার দিকে কেউ একজন ফোনে রাহাত হত্যাকান্ডের খবর দেয়।

এ ব্যাপারে নিহতের পিতা জসিম উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে দাফনের পর মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

(এসএএম/ ০৮ মে ২০১৭)