Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের বেসরকারি ও বহুজাতিক মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের (জিপি) নতুন চেয়ারম্যান হয়েছেন পিটার বোর ফুরবার্গ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন মিশেল ফলে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, জিপি কর্তৃপক্ষ ডিএসইকে অবহিত করেছে নতুন চেয়ারম্যান ও সিইওর দায়িত্ব গ্রহণ শুরু হবে আগামী ২৬ মে থেকে।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ৮৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেয়ার পর শেয়ারহোল্ডারদের আরও ৯০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে জিপি।

বছরটিতে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ১৬ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৫৯ পয়সা।

আর চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময় যা ছিল ৪ টাকা ১৫ পয়সা। এ হিসেবে ইপিএস বেড়েছে ৭১ পয়সা বা ১৭ দশমিক ১০ শতাংশ।

(এসএএম/ ০৮ মে ২০১৭)