Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী মার্চেই অন্তত ৬ কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে ভারতের পুঁজিবাজারে আসছে। এর মাধ্যমে বাজার থেকে কোম্পানিগুলো ৬ হাজার কোটি রুপি অর্থ সংগ্রহ করবে।

গত সাড়ে ৬ বছরের মধ্যে এ মাস হবে দেশটির আইপিও বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস।

আইপিওর পাইপলাইনে থাকা কোম্পানিগুলো হলো সুপারমার্কেট রিটেইল চেইন ডি-মার্ট, মিউজিক ব্রডকাস্ট লিমিটেড, শংকারা বিল্ডিং প্রোডাক্ট, এস অ্যন্ড চাদ কোং, বিএসইর সিডিএসএল এবং সিএল এডুকেট।

এর পরেই পাইপলাইনে আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, গোএয়ার, এবিআই লাইফ ইন্সুরেন্স, আস্টার ডিএম হেলথকেয়ার, হিন্দুজা লেল্যান্ড ফিন্যান্স, আইআরবি ইনভিট ফান্ড এবং সেন্ট ব্যাংক হোম ফিন্যান্স। ২০১৭ সালের মধ্যে এসব কোম্পানি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরে ভারতের পুঁজিবাজারে প্রথম আইপিওতে আসা কোম্পানি হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। কোম্পানিটি বাজার থেকে ১ হাজার ২৪৩ কোটি টাকা সংগ্রহ করতে আইপিও ইস্যু করেছে।

মার্চে বাজারে আসতে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে মিউজিক ব্রডকাস্ট সংগ্রহ করবে ৫০০ কোটি রুপি; ডি-মার্ট তুলবে ১৮০০ কোটি রুপি; সিএক্স পার্টনার ১ হাজার কোটি; সিডিএসএল ৪০০ কোটি এবং কনটিনেন্টাল ওয়ার হাউজিং কর্পোরেশন ৪২০ কোটি রুপি তুলবে।

বৈশ্বিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ইওয়াই গ্লোবালের তথ্য মতে, ২০১৬ সালে অসাধারণ নৈপূণ্যতা দেখায় ভারতের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাজার। ওই বছরে মোট ৮৩টি কোম্পানি আইপিওতে আসে।

(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)