Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Apr 2025 23:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দক্ষ, স্বচ্ছ ও শক্তিশালী পুঁজিবাজার বির্নিমানের অংশ হিসেবে সম্পূর্ণ সরকারী অর্থায়নে পরিচালিত জাতীয় প্রতিষ্ঠান- বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পুঁজিবাজারে কর্মরত বা এ বাজারে পেশাজীবী হিসেবে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) প্রোগ্রাম পরিচালনা করছে।

০৮ মে, ২০১৭ সোমবার হতে পিজিডিসিএম এর ৮ম ব্যাচের সামার-২০১৭ ট্রাইসেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিরা আগামী ০১ জুন, ২০১৭ তারিখ, বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তির আবেদনপত্র বিআইসিএম এর ওয়েবসাইট (www.bicm.ac.bd) এবং পিজিডিসিএম প্রোগ্রাম অফিস [বিজিআইসি টাওয়ার (নীচ তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০] থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনপত্রের সাথে আবেদন ফি হিসেবে বিআইসিএম এর অনুকূলে ৫০০ (পাঁচশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার জমা দিতে হবে। এছাড়া, ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য ইন্সটিটিউটের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অথবা এ বিষয়ে সরাসরি ০২-৪৭১১৮৪৫১/০২-৯৫৮৮৫০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

৩৬ ক্রেডিট বিশিষ্ট প্রোগ্রামটি তিনটি ট্রাইমেস্টারে পরিচালিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় নির্ধারিত মেধা তালিকার ভিত্তিতে মোট ৩৬ জন প্রার্থীকে এবং কোটার মাধ্যমে ০৯ জন প্রার্থীকে এই প্রোগ্রামে ভর্তি করা হবে। প্রোগ্রামটি সম্পন্ন করতে একজন প্রার্থীর সর্বমোট ৪৭,০০০ (সাতচল্লিশ হাজার) টাকা খরচ হবে, যা তিনটি কিস্তিতে পরিশোধ করা যাবে। ইন্সটিটিউট কর্তৃপক্ষ কোর্স এবং ইহার বিষয়বস্তু যুগোপযোগী রাখার প্রয়োজনে প্রোগ্রামটিতে যেকোন পরিবর্তন আনতে পারবেন।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর জনসংযোগ কর্মকর্তা খালেদা জেসমিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ০৯ মে ২০১৭)