প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করানো হয়। শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পাওয়ার দুইদিনের মাথায় প্রধানমন্ত্রীর কাছে শপথবাক্য পাঠ করেন বিএনপি-দলীয় প্রার্থী সাক্কু।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু।
এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।
(এসএএম/ ১১ মে ২০১৭)