Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু বুক কর্ণার’ এবং ইন্সটিটিউট প্রাঙ্গণে ‘ডিজিটাল ডিসপ্লে বোর্ডের’ উদ্বোধন করা হয়েছে। একইসাথে ইন্সটিটিউট প্রাঙ্গনের বাইরে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সোমবার (২৪ আগস্ট ২০২০) এগুলোর উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এরপর ইন্সটিটিউটের ২০১৯-২০২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার এবং ইনোভেশন পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধুমাত্র ব্যাক্তিগত উন্নয়ন করে জাতিগত সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

সভাপতির বক্তব্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার বলেন, দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি দরকার ভালো একটা পুঁজিবাজার। কয়েক মাস আগেও পুঁজিবাজারের অবস্থা খুব খারাপ ছিলো। বর্তমানে বাজারের অবস্থা দেখে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

তিনি বলেন, পুঁজিবাজারের যে পরিবর্তন এখন দেখা যাচ্ছে তার পিছনে বড় ভূমিকা রয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের। পুঁজিবাজারের দুর্বল জায়গাগুলোকে সঠিক করার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তার ইফেক্ট আমরা দেখতে পারছি।

 

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট বলেন, ভালো পুঁজিবাজারের জন্য দরকার শিক্ষিত বিনিয়োগকারী। সরকার যখন এই বিষয়টা উপলদ্ধি করেছে তখন সুশিক্ষিত বিনিয়োগকারী তৈরির জন্য বিআইসিএম প্রতিষ্ঠা করেছে। যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি করা হয়েছে আমরা এখনো সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এর পিছনে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর কাঙ্ক্ষিত সেই জায়গায় যেতে শুদ্ধাচার এবং উদ্ভাবন খুব জরুরি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার এবং বিআইসিএম এর পরিচালনা পর্ষদের সদস্য ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ও চেতনাকে আমাদের অন্তরে ধারণ করতে হবে।

 

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের ২০১৯-২০ অর্থবছরের ইনোভেশন পুরস্কার পেয়েছেন সহকারী অধ্যাপক মো: হাবিবুল্লাহ এসিসিএ, ও  জনসংযোগ কর্মকর্তা খালেদা জেসমিন এবং শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান, ও অফিস সহায়ক মো: রাকিবুল হাসান।

 

 

 

(শামীম/২৫ আগস্ট ২০২০)