Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Apr 2025 03:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজার বিষয়ে মাস্টার্স কোর্স চালু করতে চায় এ বাজারে দক্ষ ও প্রশিক্ষিত লোকবল তৈরিতে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। কোর্সটির নাম হবে মাস্টার্স অব অ্যাপলায়েড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএম) প্রোগ্রাম।

আগামী জানুয়ারি মাসে ২ বছর মেয়াদের এই মাস্টার্স কোর্সটি চালু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (affiliation) আওতাধীন এই কোর্সে যে কোনো বিষয়ের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সক্ষমতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটি।

গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএমের নতুন নির্বাহী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎকালে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম একজন ডায়নামিক মানুষ। তার পরামর্শক্রমে পুঁজিবাজার বিষয়ে মাস্টার্স কোর্স চালু করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এই কোর্সটিতে মোট ৫১টি ক্রেডিট থাকবে। এর মধ্যে ৩টি ক্রেডিট থাকবে প্র্যাক্টিকাল। আর বাকি ৪৮টি ক্রেডিট হবে লিখিত। কোর্স ফি তুলনামূলকভাবে কম থাকবে।

এই প্রথম বিআইসিএমের তত্ত্বাবধানে চালু হওয়া মাস্টার্স কোর্সে যে কোনো বিষয়ে গ্রাজুয়েটরা অংশগ্রহণ করতে পারবেন। নন-বিজনেস বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে পুঁজিবাজার এবং ফাইন্যান্সিয়াল র্টামের ওপর ৩টি কোর্স করা হবে।

তিনি বলেন, প্রশিক্ষণগুলো আরও সহজ করতে চাই যাতে সব ধরনের মানুষ বুঝতে পারে। এই মুহুর্তে জনপ্রিয় কোর্সগুলো চালু করছি। দ্রুত বন্ড মার্কেট, মিউচ্যুয়াল ফান্ড এবং কোম্পানির কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ে কোর্স চালু করবো।

বিআইসিএমের এই নির্বাহী প্রেসিডেন্ট বলেন, পুঁজিবাজারের উন্নয়নে কাজ করছে সরকার। পুঁজিবাজারে সরকারী একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে সরকার এবং অর্থমন্ত্রণালয় বিআইসিএমকে সব ধরণের সহযোগিতা করছে। আগামীতেও তারা এই সহযোগিতা অব্যহত রাখবে বলে জানিয়েছে। বিনিময়ে বিআইসিএম পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণের কাজটি করবে।

(এসএএম/০৮ সেপ্টেম্বর ২০২০)