Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে চলমান বিনিয়োগ শিক্ষাকে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে এবং এ শিক্ষাকে আরও বেগবান করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশের পুঁজিবাজারের অন্যতম স্ট্রেকহোল্ডার ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। এরই অংশ হিসাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। এসবের মধ্যে – কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সম্পৃক্ত করে  ‘বিনিয়োগের অ আ ক খ’কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির প্রধান শাখায় সব কটি কাঁচের দেয়ালজুড়ে পুঁজিবাজারের বিভিন্ন ধারনা তুলে ধরা হয়েছে।  এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ করে সফল হয়েছেন এমন সব ব্যক্তিদের অভিজ্ঞতা ও বিভিন্ন ধরনের নির্দেশনার বিবরণও তুলে ধরা হয়েছে প্রতিষ্ঠানটির দেয়ালে।

প্রতিষ্ঠানটি মনে করে, এ ধরনের কার্যক্রম দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের শিক্ষিত ও সচেতন করতে  সহায়তা করবে।

বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের মাঝে বিভিন্ন রকম তথ্য তুলে ধরতে চেষ্ঠা করেছে। এসবের মধ্যে- দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং স্বল্পমেয়াদী পিকুলেটিভ বিনিয়োগের পার্থক্য, পোর্টফোলিও ম্যানেজমেন্টের গ্রাফসহ বর্ননা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপকারিতা, স্টক, বন্ড ও মিউচুয়াল ফান্ডের পার্থক্য, বুলিশ এবং বিয়াশির মার্কেট বলতে কি বুঝায়,  সম্পদ এবং মুনাফা বৃদ্ধিকরনের মধ্যে পার্থক্য প্রভৃতি রয়েছে। আরও রয়েছে গুজবের উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ না করা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা। এছাড়া শেয়ার কেনা-বেচার সঠিক সময় অর্থাৎ কখন শেয়ার কেনা উচিত বা বিক্রি করা উচিত,  এ সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে।

পাশাপাশি, বিনিয়োগকারীর পোর্টফোলিও কেমন হওয়া উচিত,  পূঁজিবাজারে ফন্ডামেন্টাল, টেকনিকাল বা ইমোশোনাল এনালাইসিস কি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত, এমনকি বাজারের ক্রেতার আচরন কেমন হয়ে থাকে- এসবই বিনিয়োগকারীরা ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জানতে পেরেছেন।

জানতে চাইলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে বিপুল সংখ্যক ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারী রয়েছেন যারা প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের মত দক্ষতা  এবং পেশাদারিত্বের সাথে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন না।  অধিকাংশ বিনিয়োগকারী নিজের আর্থিক অবস্থা, সঞ্চয়, বিনিয়োগের ক্ষেত্র বা এতদ সংক্রান্ত বিস্তারিত তথ্য না জেনে, অনেক ক্ষেত্রে গুজবের উপর নির্ভর করে কিংবা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে  বিনিয়োগের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন।

তিনি জানান, সাধারন বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উক্ত কার্যক্রমের সাথে একাত্ত্বতা প্রকাশ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বেশ কিছু বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক ইপিএল ষ্টক ব্রোকারেজ।  এসব কার্যক্রমে বিপুল পরিমানে সাধারণ বিনিয়োগকারী অংশ নিয়েছেন।

ব্র্যাক ইপিএলের এই ভারপ্রাপ্ত সিইও বলেন, পুঁজিবাজার একটি ঝুঁকিপূর্ন বিনিয়োগের ক্ষেত্র। তাই এ বাজারে বিনিয়োগের আগে এ সংক্রান্ত শিক্ষার কোন বিকল্প নেই। তাই ব্র্যাক ইপিএলসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগ শিক্ষা গ্রহন করে বিনিয়োগে আসার আহ্বান জানান তিনি।

(এসআর/এসএএম/১২ সেপ্টেম্বর ২০২০)