Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: দক্ষিণ ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার তারকাখ্যাতি সারা ভারত জুড়ে। তিনি নির্মাতা সুকুমারের পরিচালনায় ‘পুষ্পা’ নামের একটি ছবি দিয়ে আবারও দর্শক মাতাতে আসছেন। যেখানে দক্ষিণের সুপারস্টারকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রকম একটি লুকে।

তবে সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যাবে আরেক তারকা ‘থ্রি ইডিয়টস’খ্যাত মাধবনকে। শুধু নির্মাতা নয় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন ৫০ বছর বয়সী মাধবনকে এই সিনেমায় নিয়ে আসার কথা। তবে যদি সত্যিই আল্লু এবং মাধবনকে একই পর্দায় দেখা যায় তাহলে ব্যাপারটি দর্শকদের জন্য হবে অত্যন্ত রোমাঞ্চকর।

এদিকে সিনেমাটির নির্মাতা সুকুমার এর আগেও আল্লুকে নিয়ে ‘আর্য’ এবং ‘আর্য-২’ -এর মত সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তাই এই জুটির উপর প্রযোজক নিশ্চিন্তেই ভরসা রাখছেন।

(এসআর /৩০ সেপ্টেম্বর ২০২০)