নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে বিনিয়োগ সুরক্ষায় বিনিয়োগকারীদের তিনটি পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী, নিয়মিত ও বহুমুখী বিনিয়োগের আহবান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে ‘বিনিয়োগকারীদের সচেতনতা কর্মসূচী’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, কোথাও বিনিয়োগ করার ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স আছে কি না দেখবেন। বিনিয়োগ করার ক্ষেত্রে টানজেকশন কস্ট দেখে নেবেন। যে প্রোডাক্টে বিনিয়োগ করবেন তার ঝুঁকি দেখবেন। আর বিনিয়োগ করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে।
তিনি আরো বলেন, সমস্ত বিনিয়োগে ঝুঁকি বিদ্যমান। তাই সেটা জেনেই বিনিয়োগ করতে হবে। আর বিনিয়োগ করার ক্ষেত্রে দ্রুত ধনী হওয়া হবেন এবং কোনো লোকসান হবে না এমন স্কিমগুলো এড়িয়ে চলার আহবান রইল।
বিএসইসির এই মুখপাত্র বলেন, বিনিয়োগে বৈচিত্রকরণ রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন সেক্টরে অর্থাৎ একাধিক খাতের কোম্পানিতে বিনিয়োগ করবেন। ভবিষৎ প্রত্যাশার পরিকল্পনার কথা বিবেচনা করে পুঁজিবাজারে বিনিয়োগ করবেন।
ওয়েবিনারে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যানের মো. ইউনুসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ছানাউল হক। এছাড়াও বক্তব্য রাখেন ডিএসইর পরিচালক মো: রকিবুর রহমান।
(শামীম/০৬ অক্টোবর ২০২০)