Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 08 Oct 2020 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মোহাম্মদ আব্দুল হালিম, কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিলনার মো: আব্দুল হালিম বলেছেন, ‘অর্থ গাছে জন্মে না। এটি বাড়তে পারে তখনই, যখন এটি সঞ্চয় করা হয় এবং বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করা হয়। শিক্ষার্থীদেরকে এখনই এ বিষয়টি বিবেচনায় এনে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে।’

তিনি বলেন, ঝুঁকি এবং বিনিয়োগ একে অপরের সাথে জড়িত। পুঁজিবাজারে বিনিয়োগে যেমন ঝুঁকি আছে তেমনি এখান থেকে বেশি রিটার্ন পাওয়ারও সুযোগ রয়েছে। এখানে যত বেশি ঝুঁকি নেওয়া যাবে তত বেশি রিটার্ন পাওয়া যাবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃক আয়োজিত ‘অ্যাওয়ারনেস অন সেভিং এন্ড ইনভেস্টমেন্ট ফর দ্যা স্টুডেন্ট’শীর্ষক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।

মো. আব্দুল হালিম বলেন, সব অবস্থায়-ই সঞ্চয় করা সম্ভব। আপনি যখন যে অবস্থায় আছেন সেখান থেকেই সঞ্চয় করা সম্ভব। ছাত্র অবস্থায় সঞ্চয় করতে পারলে সেটা পরবর্তীতে কাজে লাগবে। ছাত্রদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগ সহজ। যত শিক্ষিত হয়ে বিনিয়োগকারীরা মার্কেটে আসবে তত ভালো হবে।

তিনি বলেন, করোনা মহামারিতে আমাদের অনেকের আয় কমে গেছে। যাদের সঞ্চয় ছিল তাদের এই সময়ে খুব একটা সমস্যা হয়নি। তাই ধনী, গরীব, ছাত্র বা বয়স্ক সবার জন্যই সঞ্চয় করা প্রয়োজন।

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডা. মো. সালেহ জহুর এবং সিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) শামসুর রহমান।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও দেশে ০৫ থেকে ১১ অক্টোবর ২০২০ উদযাপিত হচ্ছে ”বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ”। এবারের বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো, ’’বাংলাদেশের উন্নয়নে শেয়ারবাজারের ভূমিকা”। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) সঙ্গে যৌথভাবে এই সপ্তাহ উদযাপন করছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসেবে পুঁজিবাজারের সব অংশীজনরা নানা কর্মসূচির মাধ্যমে এ সপ্তাহটি উদযাপন করছে।

(শামীম/২৮ সেপ্টেম্বর ২০২০)