Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য-প্রযুক্ত খাতের কোম্পানি আইটি কনসালট্যান্টস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির সর্বশেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০১৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা।

রোববার কোম্পানির পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা। যা আগের বছর একইসময় ছিল ১৯ টাকা ৩৭ পয়সা।

শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২৩ পয়সা।

(এসএএম/ ২৯ জানুয়ারি ২০১৭)