বিনিয়োগবার্ত ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশেরনিজেদের দ্বিতীয় ম্যাচটি শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ মে)। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
এই সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
অন্যদিকে নিউজিল্যান্ডও মুখোমুখি হয়েছিল স্বাগতিক আয়ারল্যান্ডের। তবে তারা ম্যাচটি জিতে এগিয়ে রয়েছে এ সিরিজে।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), হামিস বেনেট, নেইল ব্রুম, স্কট কাগলেইন, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলাস, জিতান প্যাটেল, স্যাথ রেনস, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাস টেইলর, জর্জ ওয়ারকার।
(এমআইআর/ ১৭ মে ২০১৭)