প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী : নরসিংদী শহরের গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
শনিবার বিকাল ৪ টায় র্যাব-১১ এর একটি দল বাড়িটি ঘিরে ফেলে।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জঙ্গি সন্দেহে ওই বাড়িটি আমরা বিকাল চারটা থেকে ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
জানা যায় কয়েক মাস আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজনরা। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও মুখ খুলছেন না সেখানে থাকা আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এদিকে, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, অভিযানটি র্যাবের। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে রয়েছে।
(এসএইচআর, এসএএম, ২০ মে ২০১৭)