প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত দিনব্যাপী ‘পাবলিক অফারিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) রাজধানীর তোপখানা রোডে ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিকেলে কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার।
বিভিন্ন সেশনে কর্মশালাটি পরিচালনা করা হয়। এরমধ্যে একটিতে বিএসইসির কমিশনার স্বপন কুমার বালা, অপর একটিতে
আকতার হোসেন সান্নামাত সেশন পরিচালনা করেন।
দিনব্যাপী এই কর্মশালায় বিআইসিএম কর্তৃক পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) এর বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
(এসএএম/ ২০ মে ২০১৭)