প্রতিবেদক, বিনিয়োগবার্তা,রাজশাহী : রাজশাহী নগরীতে এক জামায়াত নেতাসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নগর পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার জামায়াত নেতা হলেন দীন ইসলামূল (৪০)। তিনি নগর জামায়াতের রোকন। নগরীর শাহমখদুম থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। একই সঙ্গে জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেফতার আরো ৫৪ জনকেও।
এদের মধ্যে ১৯ জনই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে নগর পুলিশ। এছাড়া অন্যান্য মামলায় গ্রেফতার হয়েছেন আরও ৩০ জন। অভিযানে ১২ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন এবং ৫ লিটার তাড়িসহ গ্রেফতার করা হয় ৫ মাদক ব্যবসায়ীকে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২১ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ১২ জন, শাহমখদুম থানা তিনজন এবং নগর ডিবি চারজনকে গ্রেফতার করে।
(ইউএম/ ২১ মে ২০১৭)