Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দক্ষিণ চীন সাগরে চীনের নির্মিত একটি কৃত্রিম দ্বীপের খুব কাছ দিয়ে একটি মার্কিন যুদ্ধাজাহাজ চলাচল করেছে। ইউএসএস ডিউয়ি নামের যুদ্ধজাহাজটি মিসচিফ রিফের মাত্র ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে পার হয়ে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজেদের অংশ বলে দাবি করে চীন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবির ওপর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় অভিযান চালানোর কথা বার বার বলে আসছিল যুক্তরাষ্ট্র। এর আগেও বিতর্কিত দ্বীপের কাছে সামরিক জাহাজ এবং বিমান পাঠিয়েছিল মার্কিন প্রশাসন। গুরুত্বপূর্ণ নৌ এবং বিমান চলাচলের পথ রক্ষায় ‘চলাচলের স্বাধীনতা’ অভিযান বলে দাবি করা হয়েছিল একে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলের স্বাধীনতা সীমাবদ্ধ করেছে বেইজিং।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, আঞ্চলিক দ্বন্দ্বে কোনো পক্ষাবলম্বন করে না তারা।

দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ তৈরি এবং তাতে কিছু সামরিক স্থাপনা নির্মাণের মাধ্যমে ওই অঞ্চলে শঙ্কা তৈরি হয়েছে। একে অপরের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরকে ‘সামরিকীকরণ’ করার অভিযোগ তুলছে চীন এবং যুক্তরাষ্ট্র।

অনেকেই আশঙ্কা করছেন, গুরুতর বৈশ্বিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে অঞ্চলটি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ বর্তমান চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

(এসএএম/ ২৫ মে ২০১৭)