Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শেয়ারবাজার কিভাবে চলে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ৬৭জন সহকারী পরিচালককে শিক্ষা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি’র মূখপাত্র ও নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকদের ৩৫তম বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে ৬৭জনের একটি দল কমিশনে শিক্ষা সফর করেন। আর সফরটি দিন ব্যাপী কমিশনে অনুষ্ঠিত হয়। সফরে কমিশনের কার্য পরিধির গুরুত্বপূর্ণ বিষয়াদি যেমন- সিকিউরিটিজ আইন, সিকিউরিটিজ ইস্যুকরণ, কমিশনের সার্ভেইল্যান্স সিস্টেম ও তদন্ত প্রক্রিয়া, এনফোর্সমেন্ট সংক্রান্ত বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদেরকে সংক্ষিপ্ত ধারণা দেয়া হয়।

শিক্ষা সফরটির উদ্বোধন করেন বিএসইসি’র কমিশনার প্রফেসর মো: হেলাল উদ্দীন নিজামী। এসময় তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক এ ধরণের শিক্ষাসফরের মাধ্যমে পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে আগ্রহ প্রকাশ করায় একাডেমিকে সাধুবাদ জানান এবং অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ভবিষ্যতে অর্থবাজার ও পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন।

তিনি আরো বলেন, এ ধরণের প্রশিক্ষণ প্রশিক্ষনার্থীদের যথাযথ দায়িত্ব পালন এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিশনার মো: আমজাদ হোসেন এবং ড: স্বপন কুমার বালা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিএসইসি কর্তৃক এ ধরণের আয়োজন করায় বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির পরিচালক দীপংকর ভট্টাচার্য ধন্যবাদ জানান।

(এসএএম/ ২৬ মে ২০১৭)