প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশে দ্রুত কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জার্মানভিত্তিক রকেট ইন্টারনেটের ভেঞ্চার প্রতিষ্ঠান এভারজবস ডটকম।
শনিবার ক্রিয়েটিভ আইটির প্রধান কার্যালয় ধানমন্ডিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় এভারজবসের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরিস বস, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবেন্দ্র নাথ সিং, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফ্লোরিস বস বলেন, ‘এভারজবস বর্তমানে কম্বোডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে অপারেশন পরিচালনা করছে। এশিয়ার সবচেয়ে দ্রুত বিকাশমান জব সাইট এভারজবস। এখানে মাত্র কয়েকটি ক্লিকেই কাঙ্ক্ষিত চাকরির সন্ধান পাওয়া যাবে। বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ সম্ভাবনাময়। চাকরিপ্রার্থীদের পরিচ্ছন্ন ওয়েব ইন্টারফেসের মাধ্যমে সঠিক চাকরি খুঁজে পেতে সাহায্য করবে এভারজবস।’
তিনি আরও বলেন, ‘নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও প্রার্থীদের দক্ষতা যাচাই করে নিতে পারবে প্রয়োজন অনুসারে। আমরা এ জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছি। এরই অংশ হিসেবে বর্তমানে আমরা বাংলাদেশে সাড়ে তিন হাজার কর্পোরেট ক্লাইন্টের সঙ্গে কাজ করছি।’
এ সময় ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৮ হাজার দক্ষ জনশক্তি তৈরি করেছি। দেশে অশিক্ষিতদের চেয়ে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। শিক্ষিতদের জন্য কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া যোগ্যতা থাকার পরেও ফ্রিল্যান্সিং করতে যারা অক্ষম হচ্ছেন তাদের চাকরি নিশ্চিত করার জন্য আমরা এভারজবসের সঙ্গে যৌথভাবে কাজ করবো।’
(ইউএম/ ২৮ মে ২০১৭)