বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লিংকন কাউন্টিতে এক সন্দেহভাজনের গুলিতে আটজন নিহত হয়েছেন। উইলি কোরি গডবোল্ট (৩৫) নামের ওই সন্দেহভাজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। নিহতদের মধ্যে পুলিশের একজন ডেপুটি শেরিফও রয়েছেন বলে জানা গেছে।
মিসিসিপির গোয়েন্দা ব্যুরোর মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন জানান, শনিবার রাতে অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসন থেকে ৬৮ মাইল দক্ষিণে লিংকন কাউন্টির এক গ্রামে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে ৯১১-এ ফোন করে এক অজ্ঞাতনামা তার নিজের বাড়ি থেকে উইলি কোরি গডবোল্টকে সরিয়ে নেয়ার অনুরোধ জানান। ওই অনুরোধে সাড়া দিতে গিয়েই পুলিশের ওই ডেপুটি শেরিফসহ তিনজন নিহত হন। এর পরই এলাকার আরো দুটি বাড়িতে গিয়ে গুলি চালান গডবোল্ট, যাতে আরো চারজন মারা যান।
মামলার তদন্তকারীরা তিনটি ঘটনাস্থল থেকেই এখন আলামত সংগ্রহ করছেন।
অন্যদিকে কোরি গডবোল্টের ভাষ্যানুযায়ী, পুলিশ যখন আসে তখন তিনি তার স্ত্রী ও স্ত্রীর পরিবারের সঙ্গে কথা বলছিলেন। কোরির বক্তব্য, ‘সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে আমি আমার স্ত্রী ও তার মা এবং সত্বাবার সঙ্গে কথা বলছিলাম। এ সময় এমন কেউ একজন পুলিশে খবর দেয়, যে আসলে ওই বাড়িতেই থাকে না। এসব লোকের কাজই হলো যেখানে সেখানে নাক গলানো।’
অজ্ঞাতনামা ওই ব্যক্তির অহেতুক নাক গলানোর মূল্য পুলিশের নিহত ডেপুটি শেরিফকে প্রাণ দিয়ে শোধ করতে হয়েছে উল্লেখ করে কোরি বলেন, ‘আমি এর জন্য দুঃখিত।’
কোরি এও জানান, তিনি আসলে জীবিত ধরা দিতে চাননি। কিন্তু গুলি ফুরিয়ে যাওয়ায় তাকে পুলিশের কাছে ধরা দিতে হয়।
(এমআইআর/ ২৯ মে ২০১৭)