প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নরসিংদীর রায়পুরায় চরাঞ্চল চানপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।
সোমবার সকালে রায়পুরার চানপুর ইউনিয়নের সওদাগর কান্দি গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সওদাগর কান্দি গ্রামের মৃত রহিম ধরের ছেলে আ. কাদির (৪২) ও একই এলাকার মৃত অলফত আলীর ছেলে ভুট্টু মিয়া (৫০)। আহতদের নরসিংদী ও নবীনগর হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রভাব বিস্তার নিয়ে দির্ঘদিন যাবৎ নরসিংদীর নদীবেষ্টিত সীমান্ত এলাকা চানপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল সওদাগর কান্দি গ্রামের আওয়ামী লীগ সমর্থিত আব্দুল্লাবাড়ি ও খান্নাবাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
গত প্রায় এক বছর আগে খান্নাবাড়ির সামসু হাজীর ছেলে খোরশেদকে (৩৫) ধরে নিয়ে আব্দুল্লাবাড়ির লোকেরা হাত-পায়ের রগ কেটে কুপিয়ে আহত করে। এতে খোরশেদ প্রাণে বেঁচে গেলেও চিরতরে পঙ্গু হয়ে যায়। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কবীর মিয়াসহ ২৫/৩০ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় রায়পুরা থানা পুলিশ আদালতে চার্জশিটও প্রেরণ করেছেন।
গত কয়েকদিন আগে কুয়েত প্রবাসী লিয়াকত মিয়া দেশে ফিরলে উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসার উদ্যোগ নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল ১০টায় সওদাগরকান্দি নদীর পাড়ে মিমাংসার জন্য বসেন উভয় পক্ষ। এরই এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থদের মধ্যে বাক-বিতণ্ডা ও টেটাযুদ্ধ বেধে যায়।
পূর্ব শত্রুতার জের ধরে খান্নাবাড়ির কবীরের নেতৃত্বে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে সামসু হাজীর লোকদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে সামসু হাজীর সমর্থক আ. কাদির বুকে টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্য আহতদের মধ্যে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ভুট্টু মিয়ার মৃত্যু হয়। কমপক্ষে আহত আরো ২০ জনকে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম সরকার বলেন, এলাকার দুটি গ্রুপ সালিশ দরবারে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।
(ইউএম/ ২৯ মে ২০১৭)