Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোরা আঘাত হানার সম্ভাবনায় মহা বিপদ সংকেত দেখানোর পর গতকাল বিকেশ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে আবার পণ্য খালাস কার্যক্রম শুরু হয়, যা রাত ১০টা পর্যন্ত চলবে।

এছাড়া বন্দরের ভেতরে পণ্যবাহী জাহাজগুলো থেকে খালাস শুরু হলেও দূরে অবস্থান করা জাহাজগুলোর পণ্য খালাস আগামীকাল বুধবার সকাল থেকে শুরু করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্ট্রগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, আগামীকাল সকাল ১০টার দিকে জোয়ার শুরু হবে। তখন বহির্নোঙরে থাকা জাহাজগুলো ঝুঁকিমুক্তভাবে বন্দরের জেটিতে ভিড়তে শুরু করবে। এরপর সেগুলো থেকে পণ্য ওঠানামার কাজ শুরু হবে।

বন্দরে কোনো ক্ষতি হয়েছে কি না তা নিরূপণ করতে একটি কমিটি গঠন করে ক্ষয়ক্ষতির পরিমাণ জরিপ করা হচ্ছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গতকাল বিপদ সংকেত দেখানোর পর জাহাজগুলো থেকে পণ্য খালাস না করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জেটিগুলোতে মোট ২৪টি বড় আকারের পণ্যবাহী জাহাজ ছিল। এখন বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ ও লাইটার মিলিয়ে মোট ১২৭টি জাহাজ অবস্থান করছে।

(এমএ/এসএএম/ ৩০ মে ২০১৭)