বিনিয়োগবার্তা ডেস্ক: সৌদি আরবের হাইল প্রদেশে তাবুক রোডের দিলহান নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক বাংলাদেশি।
স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আবুল খায়ের ও দুলাল হোসেন। তাঁদের মধ্যে আবুল খায়েরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। আর দুলালের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।
আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে দুলাল হোসেন দুজন যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে হাইল থেকে একটি গন্তব্যে যাচ্ছিলেন। পথে তিনজনকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে গাড়িটি নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল কিংবা গাড়িটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ে, তা জানা যায়নি।