Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের কাবুল কূটনীতিকপাড়ায় এক শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮০ জনে। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় তিন শতাধিক।

দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে জার্মান দূতাবাসের প্রবেশ মুখে এই গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বিবিসি সূত্রে জানা গেছে। মৃতের পরিমাণ আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সকালে এ বিস্ফোরণের পর রাজধানীর কেন্দ্রস্থলের জানবাক স্কয়ার এলাকা থেকে কালো ধোঁয়ার মেঘ উঠতে দেখা গেছে। ভারতীয় দূতাবাস থেকে কয়েকশত মিটার দূরে ওই বিস্ফোরণে কয়েকশ মিটার দূরের ঘরবাড়ির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, জার্মান দূতবাসের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে ওই এলাকায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তর রয়েছে।

গত মার্চে কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি সামরিক হাসপাতালে চিকিৎসকের ছদ্মবেশে ধরে আসা বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হয়।

(এসএএম/ ৩১ মে ২০১৭)