প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চাকরি জাতীয়করণ, ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু ও ডাক ব্যবস্থার আধুনিকায়নের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে এ কর্মসূচি পালন করে ডাক-কর্মচারী সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ অবিভাগীয় ডাক-কর্মচারী সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক, সদস্য ফয়জার রহমান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গাইবান্ধা শাখার সদস্য অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বাজেটের আকার বাড়লেও অবিভাগীয় ডাক কর্মচারীদের বেতন ভাতা বাড়ছে না। একজন বিভাগীয় পোস্টম্যানকে প্রতিমাসে প্রায় ১৬ হাজার টাকা বেতন দেয়া হয়। কিন্তু অবিভাগীয় পোস্টম্যানকে মাত্র ২ হাজার ৪৫০ টাকা মাসিক ভাতা দেয়া হয়। যা অমানবিক ও বৈষম্যমূলক।
অবিলম্বে এই বৈষম্য দূর করে চাকরি জাতীয়করণসহ স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু ও ডাক ব্যবস্থার আধুনিকায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
(ইউএম/ ৩১ মে ২০১৭)