নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ আকর্ষণে বিশ্বের বিভিন্ন উন্নত শহরে রোড শোর আয়োজন করে আসছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে রোডশো করতে যাচ্ছে কমিশন।
আগামী ২৬ জুলাই ৭ দিনব্যাপি ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এ রোডশোটি অনুষ্ঠিত হবে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দেশের পুঁজিবাজারকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসেবে বিশ্বের বেশ কিছু নামী-দামী শহরে রোডশো করে বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজারের বিভিন্ন বিষয়কে ব্র্যান্ডিংয়ের পরিকল্পনা নিয়েছে বিএসইসি। এরমধ্যে চলতিবছরের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে সপ্তাহব্যাপি রোডশো করেছে সংস্থাটি। রোডশোতে দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি সম্প্রদায়সহ বিভিন্ন ব্যবসায়ি চেম্বারের প্রতিনিধিরা একাধিক সভা-সেমিনারে অংশ নেন। ওই রোডশোতে দেশের পুঁজিবাজারে বিপুল পরিমান বৈদেশিক বিনিয়োগের আশ্বাস পায় বিএসইসি ও অংশীজনরা। এরপর সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে এবং সুইজারল্যোন্ডের জুড়িখে রোডশোর প্রস্তুতি নেয় কমিশন। কিন্তু বিশ্বব্যাপি ছড়িয়ে করোনা ভাইরাসের ভয়াবহতায় প্রস্তাবিত সময়ে রোডশো আয়োজন থেকে সাময়িকভাবে পিছিয়ে আসে সংস্থাটি। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি শহরে রোডশো আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। আগামী ২৬ জুলাই থেকে শুরু হয়ে ০২ আগস্ট পর্যন্ত ৭ দিনব্যাপি এই রোডশোটি করতে চায় বিএসইসি।
বিএসইসি সূত্র জানায়, বিগত দশকে বাংলাদেশের অর্থনীতি ভীষণভাবে এগিয়েছে। এমনকি চলমান মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল ছিল এবং অল্প সময়ের মধ্যেই এটি উন্নয়নের স্বাভাবিক ধারায় ফিরে আসবে। সারাদেশব্যাপি প্রতিটি ক্ষেত্রে বলিষ্ঠ উন্নয়নের সাথে সাথে আমাদের অর্থর্নীতির প্রয়োজন বড় ধরনের দীর্ঘ-মেয়াদি অর্থায়ন। সাধারণত গণ অবকাঠামো প্রকল্পতে অর্থায়ন আসে সরকারের উন্নয়ন বাজেট থেকে। ব্যাক্তিগত খাত দীর্ঘ-মেয়াদি অর্থায়নের চাহিদার জন্য মূলত ব্যাংকের উপর নির্ভরশীল, যা মুদ্রা বাজারের বৈশিষ্ট্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং যা পুঁজিবাজারের মাধ্যমে পূরণ করা উচিৎ। পূঁজিবাজারের উন্নতির জন্য যাতে পুঁজিবাজার হয়ে উঠে দীর্ঘমেয়াদি অর্থায়নের মূল উৎস, সেজন্য বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আপ্রাণ চেষ্টা করছে। এলেক্ষ্যে বন্ড মার্কেটের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নতুন পন্য চালু করা হয়েছে যেমন- সুকুক, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস, ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইক্যুইটি এবং ইম্পেক্ট ফান্ডস, যা নানাবিধ উপায়ে বিনিয়োগের দরজা খুলে দিবে। এছাড়া অতিসত্বর পুঁজিবাজারে ডিরাইভেটিভ পণ্য নিয়ে আসা হবে, যাতে হেজিংয়ের মাধ্যমে বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনায় সাহায্য হয়।
বিএসইসি পরিকল্পনা করেছে- বাংলাদেশ ও এর পুঁজিবাজার অধিকতর মুনাফার বৈদেশিক বিনিয়োগের আকর্ষনীয় স্থান হিসেবে বিশ্বব্যাপি বিভিন্ন দেশ ও শহরে ধারাবাহিকভাবে রোড শো এর আয়োজন করে বাংলাদেশকে উপস্থাপন করার। রোড শোতে এনআরবি এবং বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য বলিষ্ট অর্থনৈতিক অগ্রগতি এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, প্রাপ্য সুযোগ-সুবিধা, পণ্যসমূহ এবং সেবাসমূহ সম্পর্কে বিদেশিদেরকে অবহিত করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুবাই, ইউএই’তে প্রথম রোড শো সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে। দুবাই রোড শোতে এনআরবি এবং বৈদেশিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিনিয়োগকারীদের কাছ থেকে আশাতীত প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাই এবার জুলাই মাসের শেষে ইউএসএ’তে পরবর্তী রোড শো আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।
জানা গেছে, রোড শো সফল করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয় এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধির সাথে চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়েত-উল-ইসলাম এর নেতৃত্বে বিএসইসির সাত সদস্যের একটি দল ইউএসএ যাবেন। অনান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান রোড শোতে অংশগ্রহন করবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, বিডা, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। এছাড়া ইউএসএতে রোড শো অনুষ্ঠানের ব্যাপারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের উপস্থিতিসহ ফেডারেল এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমতি বা অন্যান্য প্রয়োজনের ব্যাপারে সার্বিক সাহায্য ও সহযোগিতার অনুরোধ জানিয়েছে বিএসইসি।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য রোডশো আয়োজনের সম্ভাব্য সূচি:
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিনিয়োগবার্তাকে বলেন, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মহামারির কারণে প্রায় সবকিছুই বাধাগ্রস্ত হচ্ছে। এতদসত্ত্বেও কারোনাকালিন বাংলাদেশের পুঁজিবাজার ভাল পারফরমেন্স করছে। ইতোমধ্যে বাংলাদেশের পুঁজিবাজার রিটার্ণের দিক থেকে বিশ্বসেরা পুঁজিবাজার হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি বলেন, এসব অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে দেশ-বিদেশে পুঁজিবাজারসহ সার্বিক অর্থনীতির চিত্রকে তুলে ধরতে চায় বিএসইসি। আর সেজন্যই বিশ্বের বিভিন্ন উন্নত ও উল্রেখযোগ্য পরিমান বিনিয়োকারীদের বসবাস রয়েছে এমন শহরগুলোতে রোড শো করার ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিএসইসি মনে করে এসব রোডশো থেকে দেশের পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে বিপুল পরিমান বৈদেশিক বিনিয়োগ আসবে।
(ডিএফই/এসএএম/১৬ জুন ২০২১)