Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 09 Apr 2025 22:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রাঙামাটি প্রতিনিধি, বিনিয়োগবার্তা: রাঙামাটির লংগদু উপজেলায় চারটি গ্রামে পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনায় অজ্ঞাতনামা তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের দাবি, গ্রামটির ৮৬টি ঘরবাড়ি পুড়ে গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন উপজেলা সদর ও আশপাশের এলাকায়
গতকাল শুক্রবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

গেলো বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদরের চারমাইলের একটি জঙ্গল থেকে লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার জেরে শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরের চারটি গ্রামের অন্তত ২০০ ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পাহাড়িরা এ ঘটনার জন্য বাঙালিদের দায়ী করেছেন।

তবে বাঙালিদের অভিযোগ, এ ঘটনার সঙ্গে পাহাড়ি কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত।

(এমআইআর/ ০৩ জুন ২০১৭)