Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সাধারণ নির্বাচনের মাত্র ৪ দিন আগে রক্তাক্ত হয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডন। ভয়াবহ সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৯ জনের। আহত হয়েছেন বিদেশীসহ আরো অন্তত ৪৮ জন। হামলার পরিপ্রেক্ষিতে ৮ জুনের নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অনেকেই নির্বাচনের দিন ফের সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন।

শনিবারের (৩ জুন) হামলার জেরে নির্বাচনী প্রচার কাজ স্থগিত করেছে প্রধানমন্ত্রী টেরিসা মের দল কনজারভেটিভ পার্টি। দলের মুখপাত্র জানান, রোববার (৪ জুন) দেশব্যাপী নির্বাচনের প্রচার কার্যক্রম স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরদিন প্রচার কাজ শুরু করার বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। একই রকম সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোও।

গত আড়াই মাসের মধ্যে দেশটিতে তিনটি হামলার ঘটনায় (লন্ডনের পার্লামেন্ট ভবনের সামনে ও ম্যানচেস্টারে কনসার্ট হলে) সাধারণ নাগরিকদের মনেও আতঙ্ক ছড়িয়েছে। আসছে নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এতো কিছুর পরেও নির্বাচন স্থগিত করার বিপক্ষে লন্ডনের মেয়র সাদিক খান।

তার মতে, হামলার জেরে লন্ডনের রাজপথে পুলিশি প্রহরা ও টহল বেড়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। এসব কারণে মানুষের মনে চাপা আতঙ্ক কাজ করছে। তবে বেশি ভয় না পেতে ও শান্ত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সাদিক খান বলেন, ‘আমি নির্বাচন স্থগিতের পক্ষে নই। আমি গণতন্ত্রের পক্ষে। অন্যদিকে সন্ত্রাসীরা নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাসী নয়। তাই আমি চাই নির্বাচন হোক। জনগণ ভোট দিয়ে গণতন্ত্র, সামাজিক স্বাধীনতা ও মানবাধিকারের শক্তির প্রকাশ ঘটাক।’

নির্বাচনের দিন যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গত বছর বেক্সিট ভোটের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন টেরিসা মে। নিয়ম অনুযায়ী ২০২০ সালে যুক্তরাজ্যের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী টেরিসা মে আগাম নির্বাচনের ঘোষণা দেন। আসছে ৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এমআইআর/ ০৪ জুন ২০১৭)