Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Apr 2025 04:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মংলা বন্দরের হারবাড়িয়ায় সিমেন্টের কাঁচামাল নিয়ে ডুবে গেছে এমভি শোভা নামে একটি লাইটার জাহাজ।

সোমবার ৫ মে ভোররাতে তলাটে এ জাহাজটি ডুবে যায় বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ।

তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

কমান্ডার ওলিউল্লাহ সাংবাদিকদের জানান, বন্দরের বেসক্রিক বয়ায় অবস্থান করা বিদেশি জাহাজ পানামার পতাকাবাহী এমভি আতিকি এসবি থেকে স্লাগ বোঝাই করছিল লাইটার এমভি শোভা। সে সময় ওই লাইটারটির তলা ফেটে ডুবতে থাকে। তবে ততক্ষণে লাইটার জাহাজে থাকা ৯ জন্য বাংলাদেশি নাবিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়।

এদিকে এ ঘটনায় বন্দর চ্যানেল ঝুঁকিমুক্ত রয়েছে বলে দাবি বন্দরের হারবার বিভাগের। ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি খুলনার সেভেন সার্কেল সিমেন্ট কারখানায় যাচ্ছিল বলে জানা গেছে।

তবে ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারে কাজ শুরু করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

(এসএএম/ ০৫ জুন ২০১৭)